Your Cart
:
Qty:
Qty:
Tk
(Tk )
Tk
Remove
Remove
Terms & Condition
🔁 রিটার্ন ও রিফান্ড নীতিমালা
আমরা চাই, আপনি যেন আমাদের থেকে পণ্য কিনে সম্পূর্ণ সন্তুষ্ট থাকেন। তবে কিছু বিশেষ শর্তে আপনি পণ্য বদল বা রিপ্লেসমেন্টের জন্য আবেদন করতে পারবেন ইনশাআল্লাহ।
🔸 রিটার্নের সময়সীমা:
- পণ্য হাতে পাওয়ার ৭ (সাত) দিনের মধ্যে রিটার্ন বা রিপ্লেসমেন্টের জন্য আবেদন করতে হবে।
🔸 যেসব ক্ষেত্রে রিটার্ন/রিপ্লেস প্রযোজ্য:
- ভুল পণ্য পাঠানো হয়েছে।
- পণ্যটি নষ্ট, ভাঙা বা কার্যকর নয় এমন অবস্থা পাওয়া গেছে (যাতায়াতজনিত ক্ষতি বিবেচনা করা হবে ইনশাআল্লাহ)।
- পণ্যের সাথে থাকা স্টিকার, মেমো, প্যাকেট অক্ষত রয়েছে।
🔸 যেসব ক্ষেত্রে রিটার্ন প্রযোজ্য নয়:
- পণ্য সমস্যা হলে ব্যবহার করা না করে জানাতে হবে ও পাঠানোর ব্যবস্থা করতে হবে যদি ব্যাবহার করা হয় বা ক্ষতিগ্রস্ত হলে রিটার্ন প্রযোজ্য নয়।
- প্রোডাক্ট অর্ডার করে পরে “মন বদলে গেছে” বা “পছন্দ হয়নি” এই কারণে।
- একটি প্রোডাক্ট অন্যটায় পরিবর্তন করার অনুরোধ গ্রহণযোগ্য নয়।
🔸 কীভাবে আবেদন করবেন?
- পণ্য হাতে পাওয়ার পর সমস্যা থাকলে, ৭ দিনের মধ্যে আমাদের WhatsApp-এ ছবি বা ভিডিওসহ জানাতে হবে।
- যাচাই-বাছাই করে আপনাকে জানানো হবে, রিটার্ন গ্রহণযোগ্য কি না।
📜 ব্যবহারের শর্তাবলী (Terms & Conditions)
- ওয়েবসাইটে প্রদর্শিত ছবির সঙ্গে পণ্যের সামান্য রঙ বা ডিজাইনে পার্থক্য থাকতে পারে, যা আলো বা ডিভাইস স্ক্রিন ভেদে হতে পারে।
- আমরা সব সময় চেষ্টা করি, অরিজিনাল ও অথেন্টিক পণ্য সরবরাহ করতে। ভুলবশত ত্রুটি হলে, সেটা দ্রুত সমাধানের চেষ্টা করবো ইনশাআল্লাহ।
- অর্ডার নিশ্চিত হওয়ার পর পণ্যের স্টক না থাকলে, আপনাকে জানিয়ে রিফান্ড বা বিকল্প পণ্যের প্রস্তাব দেয়া হবে।
- প্রতারণামূলক কোনো ক্লেইম পেলে আমরা সেই অর্ডার বাতিলের অধিকার রাখি।
- ওয়ারেন্টি থাকলে নির্দিষ্ট সময়ে উপরুক্ত শর্ত সাপেক্ষে আবেদন গ্রহণ করা হবে ।
- আমাদের নিয়মনীতি যেকোনো সময় পরিবর্তন হতে পারে — ওয়েবসাইটে আপডেট করে জানিয়ে দেয়া হবে।
📞 যোগাযোগ করুন
রিটার্ন বা অর্ডার সংক্রান্ত যেকোনো সমস্যা হলে, নিচের WhatsApp নম্বরে যোগাযোগ করুন:
[👉01916422960]
✦ ধন্যবাদ আমাদের পণ্য বেছে নেয়ার জন্য। আমরা চাই, আপনি নিশ্চিন্তে ও আত্মবিশ্বাসের সাথে আমাদের কাছ থেকে পণ্য কিনুন ইনশাআল্লাহ।
✅ আপনি চাইলে এই নীতিমালা ইংরেজি ভার্সন, PDF বা ওয়েবসাইটে বসানোর ফরম্যাটেও তৈরি করে দিতে পারি।
বলুন কীভাবে সাহায্য করতে পারি?